Friday, 2 July 2021

Lenovo এর নতুন আকর্ষন !!!

আমরা এখন প্রযুক্তির যুগে বসবাস করছি, যেখানে প্রযুক্তি আমাদের নিত্য দিনের সঙ্গী, সকালের শুরু থেকে রাতের ঘুমুতে যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রযুক্তির ব্যবহার নিয়েই থাকি, তাই বলা যায় প্রযুক্তির ব্যবহার এখন বিলাশীতা নয় বরং প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।




প্রযুক্তির এই যুগে Lenovo তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি আকর্ষনীয় Wireless Neckband, যা দেখতে খুবই সুন্দর এবং স্টাইলিশ, এই Wireless Neckband টি সকল বয়সের মানুষই ব্যবহার করতে পারেন, আর এটি খুবই হালকা মাত্র ২.৫ g ওজনের, এবং যেখানে সেখানে যে কোন সময় নিয়ে যাওয়া সম্ভব, পাশাপাশি Lenovo HE05 Wirless Neckband এর মধ্যে রয়েছে CVC noise-canceling মাইক্রোফোন, যা অপ্রয়োজনীয় শব্দগুলো কে প্রতিহত করে থাকে।

                              Lenovo HE05 Wireless Neckband

স্থায়ী এবং দ্রুত সংযোগ এর পাশাপাশি এর রয়েছে দীর্ঘস্থায়ী চার্জিং সক্ষমতা যেখানে Neckband কে একবার চার্জ দিলে ৮ ঘন্টা চলে থাকে। এ ছাড়াও এই Neckband এ রয়েছে ৮ মি.মি. ড্রাইভ সহ ম্যাগনেটিক ডিজাইন যা অত্যন্ত মনমুগ্ধকর আবহাওয়া  তৈরি করে শ্রুতাকে হারিয়ে নিয়ে যায় অন্য এক সুরের জগতে।Waterproof Neckband

Waterproof Neckband

এই মুহুর্তে পুরো বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আক্তান্ত, যেখানে স্কুল কলেজ মাদরাসা বিশব্বিদ্যালয়গুলো বন্ধ করে অনলাইনে ক্লাস চলছে, আর অনলাইন ক্লাসগুলোতে এই Lenovo HE05 Wireless Neckband টি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উচ্চ মানের sound quality আর হালকা ওজনের হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি আদর্শমানের Wireless Neckband হেডফোন।

Lenovo HE05 Wireless Neckband টি পিচ্ছিল কলার ডিজাইন হওয়ায় এটি আসলে খুবই ফ্যাশন্যাবল এবং ধরে রাখা বা বারবার ছোয়াছুয়ির প্রয়োজন হয় না, আর আমাদের কানের জন্য এটি খুবই আরামদায়ক।

এখন আমরা আরো কিছু স্পেশাল বৈশিষ্ট্য  সম্পর্কে জানবো –

০১. এটি একটি খুবই আন্ডাররেটেড একটি পন্য।
০২. এর ডিজাইনটা শার্টের কলারের ন্যায়, যা সিম্পলের মধ্যে গর্জিয়াস।
০৩. পরম যত্নের ছোয়ায় আপনার কান গুলো কে আগলে রাখে।
০৪. দীর্ঘস্থায়ী ব্যাটারী সাপ্লাই, যা আপনাকে চার্য দেওয়ার ঝামেলা থেকে বিরত রাখতে সাহায্য করবে।
০৫. সুসমন্বিত টোনাল ভয়েস যা আপনার হ্রদয়কে পুলকিত করবে।

এছাড়াও রয়েছে আরো অসংখ্য ফিচার যা এতো ভালো ও কম দামে পাওয়া সত্যি কষ্টসাধ্য ব্যাপার।

তাই দেরী না করে আজই কিনে ফেলুন এই অসাধারণ Lenovo HE05 Neckband Headphone টি।

কিনার জন্য ভিজিট করুন

  1. Amazon
  2. Daraz
  3. Startech

No comments:

Post a Comment

Lionel Messi is Leaving Barcelona

Leo messi is leaving FCB Breaking News: Lionel Messi is leaving Barcelona with the consent of both parties.  Barca's contract with the ...