ছহীহুল মুসলিম শরীফ ১ম খন্ড ৪২৪পৃষ্ঠা باب جواز الاشتراك في الهدي و اجزاء البدنة و البقرة كل واحدة منهما عن سبعة এই অধ্যায়ে ৭ভাগে কুরবানী করার ব্যাপারে একাধিক রেওয়ায়েত রয়েছে। যেমন- বর্নিত রয়েছে -
عن جابر ابن عبد الله رضي الله تعالي عنه قال نحرْنا مع رسول الله صلى الله عليه و سلم عام الحديبية البدنة عن سبعة و البقرة عن سبعة
অর্থ- হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা হুদাইবিয়ার বছর (৬ষ্ঠ হিজরীতে) নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে প্রতি ৭জনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি ৭জনের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেছি।
অর্থ- হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা হজ্জের ইহরাম বেঁধে নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে রওয়ানা হলাম। তখন তিনি আমাদেরকে প্রতিটি উট ও গরু ৭জনে মিলে কুরবানী করার জন্য আদেশ মুবারক করলেন।
পরবর্তী রেওয়ায়েত -
عن جابر ابن عبد الله رضي الله تعالي عنه قال حججنا مع رسول الله صلى الله عليه و سلم فنحرْنا البعير عن سبعة و البقرة عن سبعة
অর্থ- হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হজ্জ করেছি আর সেই সময় আমরা ৭জন শরীক হয়ে একটি করে উট ও গরু কুরবানী করেছি।
পরবর্তী রেওয়ায়েত-
عن جابر ابن عبد الله رضي الله تعالي عنه قال اشتر كنا مع النبي صلى الله عليه و سلم في الحج و العمرة كل سبعة في بدنة فقال رجل لجابر ايشترك في البدنة ما يشترك في الجزور قال ما هي الا من البُدْن و حضر جابر الحديبية قال نحرْنا يومئذ سبعين بدنة اشتر كنا كل سبعة في بدنة
অর্থ- হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা হজ্জ ও উমরাহ্ পালনের সময় নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ৭জনে মিলে একটি উট কুরবানী করেছি। এক ব্যক্তি হযরত জাবির উনাকে জিজ্ঞেস করলো- জাযুর-এ যে কয়জন শরীক হতে পারে, বাদানাহ্-তেও কি অনুরূপ শরীক হওয়া যায়? তখন তিনি বললেন- উভয়ই তো একই। হযরত জাবির তিনি হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন। তিনি বলেন- আমরা ঐদিন ৭০টি উট কুরবানী করেছি। প্রতিটি উটেই ৭জন শরীক ছিলাম।
عن جابر ابن عبد الله رضي الله تعالي عنه قال كنا نتمتع مع رسول الله صلى الله عليه و سلم بالعمرة فنذبح البقرة عن سبعة نشترك فيها
অর্থ- হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তামাত্তু হজ্জ করার সময় একটি গরুতে ৭জন শরীক হয়ে কুরবানী করেছি।
এরপর আবু দাঊদ শরীফ কিতাবের ৩৮৮পৃষ্ঠা باب في البقر و الجزور عن كم يجزي এই অধ্যায়ে বর্নিত রয়েছে >>
عن جابر ابن عبد الله رضي الله تعالي عنه ان النبي صلى الله عليه و سلم قال البقرة عن سبعة و الجزور عن سبعة
অর্থ- হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন- গরু ৭জনের পক্ষ থেকে এবং উট ৭জনের পক্ষ থেকে কুরবানী করা যাবে।
অর্থ- হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা একবার নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম উনার সাথে এক সফরে ছিলাম। সেই সময়ে কুরবানীর ঈদ এসে গেল, তখন আমরা প্রতিটি গরুতে ৭জন এবং উটে ১০জন শরীক হয়ে কুরবানী করলাম।
তাহলে উপরোক্ত রেওয়ায়েত সমুহ দ্বারা প্রমান হয় যে,
৭ভাগে কুরবানী করা বা ৭জনে শরীক হয়ে তাদের পক্ষ থেকে কুরবানী করা, এটি সাহাবায় কেরাম উনাদের সুন্নাত।
কাজেই এটি জায়েজ তো বটেই বরং মুস্তাহাব প্রমানে যথেষ্ট।
This comment has been removed by the author.
ReplyDeletecontents lots of information
ReplyDeleteThank You Brother.
ReplyDelete