Thursday, 5 August 2021

Lionel Messi is Leaving Barcelona

Leo messi is leaving FCB

Breaking News: Lionel Messi is leaving Barcelona with the consent of both parties.  Barca's contract with the 34-year-old Argentine captain expired on July 1.  Although Messi agreed to a new contract two weeks ago, La Liga's contract stalled due to financial complications.




The end of the chapter of 21 years! 

Now milions of fan will rais the question,

Where will Messi go?

 #Messi #LaLiga #FootballTransfer #TSports





 


Friday, 30 July 2021

No 1 A anti-dandruff Shampoo in the world

Aklak Sultan

Head & Shoulders is an American brand of anti-dandruff shampoo and non-dandruff shampoo produced by parent company Procter & Gamble that was introduced in 1961. 




Head and Shoulders anti-dandruff Shampoo is one of the best shampoos used by people all over the world. Both males and females use this shampoo. It is one of the top dandruff removal shampoo, reviewed by people of many countries. Usually, people use the Head & Shoulders to remove dandruff from the head’s scalp. But it also gives many benefits including the removal of dandruff.

Benefits of Head & ShouldersUsually, people use the Head & Shoulders to remove dandruff from the head’s scalp. But it also gives many benefits including the removal of dandruff.



Removing  Dandruff: Mostly, head and shoulders shampoo is known for removing dandruff from the scalp. It is one of the best and top-rated anti-dandruff shampoo.

Stop Scabies in Head: Dandruff results in Scabies in the head. Men and Women use this shampoo to remove dandruff. And this shampoo completely removes dandruff. So, this results stop scabies in the head scalp.



Long & Frequent Hairs: Usually, woman wants their hair should be long and well upholstered. So they use it mostly. A man also uses this shampoo for their benefits. If you want to make your hairs long and thick, then use the head and shoulder shampoo.



Black, Smooth & Silky Hair: If anyone uses head & shoulder shampoo definitely their hairs would be black, smooth, and silky.

Glittering &  Aromatic Hair: It has used scent and fragrance ingredients with all care and safety. One of the benefits of using head and shoulder shampoo is provided shiny and fragrance hair. Many fruit ingredients used in this shampoo.


100% dandruff protection ability.

Side effects of Head & Sholders: Lots of people use head and shoulder shampoo regularly. does this have any side effects? Well, if it has any serious side effects then it would have not been at the top. on the other hand, every drug has some side effects, though they may be minor. So, if you face any minor side effects because of head and shoulders shampoo then call or visit your doctor.


Buy Now:



Monday, 19 July 2021

তাকবিরে তাশরিক

Aklak Sultan

 জিলহজের প্রথম দশ দিন মুমিনের জন্য আল্লাহর বিশেষ উপহার। এই দশ দিনের আমল আল্লাহর কাছে বছরের অন্যান্য দিনের আমলের চেয়ে অধিক পছন্দনীয়।

৯ ই জিলহজ ফজরের নামাজ হতে ১৩ ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর কোন কথা বা সুন্নত নামাজ না পড়ে একবার করে তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।

 

তাকবিরে তাশরিকের মূল কথা হলো- আল্লাহর জিকির তথা তার বড়ত্ব প্রকাশ করা। তবে,বিশেষ দিনে এই আমলের জন্য বিভিন্ন শব্দ হাদিসে উল্লেখিত হয়েছে।

হাদিস বিশারদদের মতে সর্বোত্তম ও সর্বজনবিদিত শব্দ হলো- আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ।  (তাবারানী মুজামে কাবীর: হাদিস: ৯৫৩৮, মুসান্নাফ ইবনে আবী শায়বা: হাদিস: ৫৬৭৯)

তাকবিরে তাশরিক পুরুষের জন্য জোরে পড়া ওয়াজিব। আস্তে পড়লে তাকবীরে তাশরীক পড়ার হক আদায় হবে না। আর মহিলারা নিচু আওয়াজে অর্থাৎ নিজে শুনতে পায় এমন আওয়াজে পড়বে।

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْد

তথ্যসূত্র: রদ্দুল মুহতার ২/১৭৭-১৮১; ফাতওয়া হিন্দিয়া ১/১৫২; আল বাহরুর রায়েক ২/১৬৪-১৬৫,ইলাউস সুনান ৮/১৪৮-১৬২;বাদায়েউস সানায়ে' ১/৪৫৮-৪৬৫।

হত্যা করে গরু কুরবানী করছেন না তো?

Aklak Sultan

একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানী।

পশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।

এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।

পশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-

 

  • পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।

 

  • আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়।

 

  • অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।

 

  • অতএব, কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।

 

  • চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।

 

Wednesday, 14 July 2021

৭ভাগে কুরবানী করা জায়েজ, বরং এটি মুস্তাহাব।


ছহীহুল মুসলিম শরীফ ১ম খন্ড ৪২৪পৃষ্ঠা باب جواز الاشتراك في الهدي و اجزاء البدنة و البقرة كل واحدة منهما عن سبعة এই অধ্যায়ে ৭ভাগে কুরবানী করার ব্যাপারে একাধিক রেওয়ায়েত রয়েছে। যেমন- বর্নিত রয়েছে -
عن جابر ابن عبد الله رضي الله تعالي عنه قال نحرْنا مع رسول الله صلى الله عليه و سلم عام الحديبية البدنة عن سبعة و البقرة عن سبعة
অর্থ- হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা হুদাইবিয়ার বছর (৬ষ্ঠ হিজরীতে) নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে প্রতি ৭জনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি ৭জনের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেছি। 


পরবর্তী রেওয়ায়েত -
عن جابر رضي الله تعالي عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه و سلم مهلين بالحج فامرنا رسول الله  صلى الله عليه و سلم ان نشْترك فيا الابل و البقر كل سبعة منا في بدنة

অর্থ- হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা হজ্জের ইহরাম বেঁধে নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে রওয়ানা হলাম। তখন তিনি আমাদেরকে প্রতিটি উট ও গরু ৭জনে মিলে কুরবানী করার জন্য আদেশ মুবারক করলেন। 
পরবর্তী রেওয়ায়েত -
عن جابر ابن عبد الله رضي الله تعالي عنه قال حججنا مع رسول الله صلى الله عليه و سلم فنحرْنا البعير عن سبعة و البقرة عن سبعة
অর্থ- হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হজ্জ করেছি আর সেই সময় আমরা ৭জন শরীক হয়ে একটি করে উট ও গরু কুরবানী করেছি। 
পরবর্তী রেওয়ায়েত-
عن جابر ابن عبد الله رضي الله تعالي عنه قال اشتر كنا مع النبي صلى الله عليه و سلم في الحج و العمرة كل سبعة في بدنة فقال رجل لجابر ايشترك في البدنة ما يشترك في الجزور قال ما هي الا من البُدْن ‏و حضر جابر الحديبية قال نحرْنا يومئذ سبعين بدنة اشتر كنا كل سبعة في بدنة
অর্থ- হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা হজ্জ ও উমরাহ্ পালনের সময় নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ৭জনে মিলে একটি উট কুরবানী করেছি। এক ব্যক্তি হযরত জাবির উনাকে জিজ্ঞেস করলো- জাযুর-এ যে কয়জন শরীক হতে পারে, বাদানাহ্-তেও কি অনুরূপ শরীক হওয়া যায়? তখন তিনি বললেন- উভয়ই তো একই। হযরত জাবির তিনি হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন। তিনি বলেন- আমরা ঐদিন ৭০টি উট কুরবানী করেছি। প্রতিটি উটেই ৭জন শরীক ছিলাম। 


পরবর্তী রেওয়ায়েত -

عن جابر ابن عبد الله رضي الله تعالي عنه قال كنا نتمتع مع رسول الله صلى الله عليه و سلم بالعمرة فنذبح البقرة عن سبعة نشترك فيها 
অর্থ- হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তামাত্তু হজ্জ করার সময় একটি গরুতে ৭জন শরীক হয়ে কুরবানী করেছি।
এরপর আবু দাঊদ শরীফ কিতাবের ৩৮৮পৃষ্ঠা باب في البقر و الجزور عن كم يجزي এই অধ্যায়ে বর্নিত রয়েছে >>
عن جابر ابن عبد الله رضي الله تعالي عنه ان النبي صلى الله عليه و سلم قال  البقرة عن سبعة و الجزور عن سبعة
অর্থ- হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন- গরু ৭জনের পক্ষ থেকে এবং উট ৭জনের পক্ষ থেকে কুরবানী করা যাবে।


এরপর
তিরমিযী শরীফ ১ম খন্ড ২৭৬পৃষ্ঠা باب ماجاء في الاشتراك في الاضحية এই অধ্যায়ে বর্নিত রয়েছে- عن ابن عباس رضي الله تعالي عنه قال كنا مع رسول الله صلي الله عليه و سلم في سفر فحضر الاضحي فاشتركنا في البقرة سبعة و في البعير عشرة

অর্থ- হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্নিত। তিনি বলেন- আমরা একবার নবীজিপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম উনার সাথে এক সফরে ছিলাম। সেই সময়ে কুরবানীর ঈদ এসে গেল, তখন আমরা প্রতিটি গরুতে ৭জন এবং উটে ১০জন শরীক হয়ে কুরবানী করলাম।
তাহলে উপরোক্ত রেওয়ায়েত সমুহ দ্বারা প্রমান হয় যে, 
৭ভাগে কুরবানী করা বা ৭জনে শরীক হয়ে তাদের পক্ষ থেকে কুরবানী করা, এটি সাহাবায় কেরাম উনাদের সুন্নাত। 
কাজেই এটি জায়েজ তো বটেই বরং মুস্তাহাব প্রমানে যথেষ্ট।




Sunday, 11 July 2021

Euro Cup 2021

Aklak Sultan

EURO 2021

 

What is Euro Cup?

The UEFA European Football Championship, less formally the European Championship and informally the Euros, is the primary association football competition contested by the senior men's national teams of the members of the Union of European Football Associations, determining the continental champion of Europe.

Euro Cup 2021

This year Euro cup started with 32 teams and 11 stadiums hosting very nicely. These are the name of hosting stadiums

This year 32 teams are divided into 8 groups and each group contain 4 teams, and 3 teams going to the next round. And after all kinds of dramas ending we found 2 finalists which’s England and Italy,

 

Euro Cup 2021 final date, match time.

[caption id="attachment_639" align="aligncenter" width="609"] Wembley Stadium, London[/caption]

 

The final will  be held at Wembley Stadium, London on 11th June 2021, 1:00 am (Bd time)

Now the question will rise!

Can England make history after 3 generations or it coming Rome?

Bangladeshi-Indian origin women in Musterchef Australia

 Aklak Sultan

@kishwar_chowdhury is a mix of Bangladeshi-Indian origin from both sides of her parents. However, she has spent the larger part of her life in Australia. She achieved her Bachelor’s degree in Commerce from Monash University, Completed a post-graduate degree in Graphic Design from the University of the Arts in London.

Kishwar is a Bangladeshi-Indian printing business owner currently based in Victoria, Australia. She is a contestant in MasterChef Australia Season 13.

 

Her dreams are to share Bengali cuisine with Australia and goes ahead to admit that food is at the heart of her large Bangladeshi-Indian family.Kishwar Born and raised in Melbourne, she describes her parents as pillars and founders of the Bangladeshi community in Victoria. Having lived on three different continents, her knowledge of mixing spices and understanding ingredients from across the globe.
Kishwar is 38 years old, and she is a married woman with her own family. She is married to her high-school sweetheart now turned husband Ehtesham. They have two children and they are Mikayle and her daughter Seraphina.

Besides cooking, she is also a lover of anthropology and history, she travels extensively, enjoys downtime at her farm, and writes poetry. However, she has spent the larger part of her life in Australia.

Lionel Messi is Leaving Barcelona

Leo messi is leaving FCB Breaking News: Lionel Messi is leaving Barcelona with the consent of both parties.  Barca's contract with the ...